মানিব্যাক, চাবির অবস্থান জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০২  
ট্রাকিং গেজেট টাইল ভুলে যাওয়াদের জন্য একটি যথার্থ জিনিষ। এখন আরও বেশি সাহায্যকারী হিসেবে পাশে থাকবে গেজেটটি। এর আগে গুগল অ্যাসিস্ট্যান্ট টাইলে রিং বাজানোর সুবিধা দিতো, যার মাধ্যমে ব্যবহারকারী বিপ শুনেই তার চাবি কিংবা ওয়ালেট খুঁজে পান। নতুন সুবিধার ফলে টাইল অর্থাৎ এই গেজেট লাগানো প্রয়োজনীয় জিনিষপত্র কোথায় আছে সেটির অবস্থান জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। নেস্ট ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারী ‘হে গুগল, হোয়ার ইজ মাই পার্স?’ অথবা ‘হে গুগল, ফাইন্ড মাই কী’স’ বললেই সেটি কোথায় আছে তা জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ডিভাইসটি যদি বাড়ির বাইরে থাকে তাহলে লোকেশন সেবা ব্যবহার করে স্ট্রিট অ্যাড্রেস দেখাবে সেটি। ডিবিটেক/বিএমটি